বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৫৫৯ জন সদস্যকে অবৈধ হিসেবে চিহ্নিত করে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা সমবায় অফিস।
সংগঠনটির সদস্যদের আবেদনের প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল জেলা সমবায় অফিসার মো. মোসলেহ উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে জেলা সমবায় অফিস সংগঠনের কার্যক্রম ও নির্বাচন পরিচালনার জন্য ৪ মাস মেয়াদকালের ১২ জন সদসস্যের একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি করে দেয় সমবায় অফিস। এই মেয়াদকালে কমিটি কোনো সদস্য অন্তর্ভুক্ত করার নিয়ম না থাকলেও সদস্য অন্তর্ভুক্ত করেন। এদিকে আগামী ৭ এপ্রিল সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে সদস্য হাবিবুর রহমান স্বপন (সদস্য নম্বর ১০৮২), মো. ইব্রাহিম (সদস্য নম্বর ১০৬৯), চৌধুরী শারাফাত করিম কাউসার ( সদস্য নম্বর ৩৪৪)৷ বাদি হয়ে জেলা সমবায় অফিস বরাবর এসব সদস্যদের পদ বাতিলের আবেদন করেন ৷
জেলা সমবায় অফিস ‘সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত-২০২০)’ এর ৩০ (৫) বিধি মোতাবেক বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা হতে ভোটার নম্বর-৭৩০ হতে ১২৮৮ পর্যন্ত মোট ৫৫৯ জনের সদস্য পদ বাতিলের নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেলা সমবায় অফিসার মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘সংগঠনের সদস্যদের আবেদনের ভিত্তিতে ৫৫৯ জনের সদস্যপদ বাতিল করা হয়েছে। এছাড়া এসব সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে। অন্তর্বর্তী বব্যস্থাপনা কমিটির সময় এসব ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা আইনসিদ্ধ নয়।’
আবেদনকারীদের একজন মো. ইব্রাহিম বলেন, ‘২০ বছরের পুরাতনদেরও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাদের মাসিক চাঁদাও পরিশোধ করা ছিল। এছাড়া নিয়ম না থাকলেও অনেক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ করার লক্ষে এসব সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সমবায় অফিসে আবেদন করি। সমবায় অফিস ৫৫৯ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।’
সিএম/ডিজে