চাক্তাই ঘাট নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় মেয়র ডা. শাহাদাত

প্রতিবাদ জানালেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও

চট্টগ্রামে চাক্তাই ঘাটের টেন্ডার ও খাস কালেকশন নিয়ে চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (৪ মে) ফোনে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘চাক্তাই ঘাট গত দশ বছর ধরে আওয়ামী লীগের দখলদারদের দখলে ছিল। আমি শপথ নেওয়ার পর এটা উদ্ধার করেছি। আমি তাদের সাথে কথা বলি খাস আদায়ের জন্য, কিন্তু তারা আমাকে দৈনিক ৫ হাজার টাকার বেশি দিতে চায় না। অনেক যাচাই বাছাই শেষে আমি দুজনকে দায়িত্ব দিয়েছি। এখানে কোন অন্যায় ও বিধিবর্হিভূত কোন কাজ করা হয়নি।’

গত ৩ মে চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত ‘টেন্ডার চলাকালেই চাক্তাই ঘাট দখলে নিয়ে বিএনপি নেতাদের ব্যানার, খাস কালেকশন নিয়ে উঠছে বড় প্রশ্ন’ শিরোনামের সংবাদের ব্যাখ্যা দিয়ে এসব কথা বলেন সিটি মেয়র ডা. শাহাদাত।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অবৈধ দখলে ছিল চাক্তাই ঘাট। আমি দায়িত্ব নেওয়ার পর চাক্তাই ঘাট দখল মুক্ত করতে গিয়ে সিটি কর্পোরেশনের চারজন কর্মকর্তা মারধরের শিকার হয়েছে নুর হোসেনদের হাতে। ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আমরা ঘাট উদ্ধার করি। পর্যাপ্ত রাজস্ব আদায়ের লক্ষ্যে আমি সাবেক কাউন্সিলর ইয়াসীর চৌধুরী আছু আর নবাব খানকে দৈনিক ১২ হাজার টাকা করে এই ঘাট খাস কালেকশনের দায়িত্ব দিই। পরে তাদের অনুরোধে দশ হাজার টাকায় রাজি হই। এখানে কোন চাঁদাবাজি হচ্ছে না। তারা নিয়ম মেনে খাস কালেকশন করছে।’

অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) এসএম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঘাট ইজারা সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে যে ভিত্তিহীন, মনগড়া ও বানোয়াট প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা চসিকের দৃষ্টিগোচর হয়েছে। তাতে বলা হয়, চসিকের অধীন ২০টি ঘাটের মধ্যে ১৯টি নিয়মিত ইজারায় এবং চাক্তাই ও সল্টগোলা ঘাট বর্তমানে খাস কালেকশনের আওতায় রয়েছে। দীর্ঘদিন দখলে থাকা চাক্তাই ঘাট মেয়র ডা. শাহাদাত হোসেন পুনরুদ্ধার করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে দৈনিক ১০,০০০ টাকায় খাস কালেকশনের সহযোগিতা নেয়া হয়েছে। কোন অবৈধ কাজ হয়নি এবং সরেজমিনে কোনো ব্যানার বা বেআইনি কার্যকলাপও দেখা যায়নি। সংবাদ প্রকাশে কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য না নিয়ে, অপপ্রচারমূলকভাবে খবর পরিবেশন করা হয়েছে, যা দুঃখজনক।

এদিকে গত ২৯ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘দৈনিক যুগান্তর’, ৩ মে ‘চট্টগ্রাম প্রতিদিন’ এবং ৪ মে ‘জাগে নিউজ’ এ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঘাট ইজারা সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। ভবিষ্যতে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানানো হয়।

এদিকে এস্টেট অফিসার (অঃদাঃ) কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত অপর এক প্রতিবাদলিপিতে বলা হয়, ‘প্রকৃতপক্ষে চাক্তাই ঘাটটি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল, যা বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন দখলমুক্ত করে চসিকের নিয়ন্ত্রণে আনেন। ঘাটটির সংস্কার চলায় ইজারা স্থগিত রেখে খাস কালেকশনের মাধ্যমে রাজস্ব আদায় করা হচ্ছে। কোনো বেআইনি কাজ হয়নি এবং পত্রিকায় প্রকাশিত অভিযোগের বাস্তবতা নেই।’ সংবাদ প্রকাশের আগে মেয়র বা সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য না নেওয়া অনভিপ্রেত বলে সেখানে উল্লেখ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm