পটিয়ার মহাসড়কে হঠাৎ মুখোশধারীদের আগুন, সন্দেহে ছাত্রলীগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় টায়ারে আগুন দিয়ে পালিয়ে গেছে অজ্ঞাতনামা একদল যুবক। স্থানীয় কেউ কেউ তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে সন্দেহ করলেও সেটা নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে না পেলেও এ ঘটনায় কিছুক্ষণ আতংক বিরাজ করে ওই এলাকায়।

রোববার (১৬ নভেম্বর) রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক কয়েকটি টায়ারে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। কয়েক মিনিট পর স্থানীয় এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজু দাবি করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাইপাস সংলগ্ন এলাকায় মহাসড়কে সিএনজিযোগে এসে আগুন দেয়। স্থানীয় জনতা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও আগুনের সাদৃশ্য পাইনি। তবে ঘটনার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন যুবককে মুখে মাস্ক পরে টায়ারে আগুন দিতে দেখা যাচ্ছে এবং স্লোগান দিতে দেখা যায়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

ksrm