চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুয়ারদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুয়ারদীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন। তবে আহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুখি আকতার ও শাহ আলম।
নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাত ১০টা পর্যন্ত আমরা আহত দু’জনকে জরুরি বিভাগে পেয়েছি। তাদের ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন সুখি আকতার ও শাহ আলম।’
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, ‘আমরা রাত সাড়ে ৯টা পর্যন্ত আটজনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। এখনও তার পরিচয় শনাক্ত করতে পারিনি। লাশটি হাসপাতালে আছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে পাঁচজনের লাশ বের করেছি। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা। আর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।’
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। এ সময় বাসের ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন।’
পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ঘাতক বাসটি রিলাক্স পরিবহনের। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার পাঁচ যাত্রীসহ ছয়জন মারা যান। নিহত ও আহতদের কারও পরিচয় জানা যায়নি।’
আইএমই/ডিজে