s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় প্রাণ গেল যুবকের

0

কক্সবাজারের উখিয়ায় মাটি চাপায় এক যুবক নিহত হয়েছেন। পাহাড়খেকো চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে।

নিহত যুবক আজিজুর রহমান (২৮) উত্তর পাতাবাড়ি এলাকার মৃত মো. ইসলাম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকায় অবৈধ ডাম্পার দিয়ে পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। একই
স্থানে ৫-৬ মাস আগেও মাটি কাটতে গিয়ে আরেক এক শ্রমিক নিহত হয়েছিলেন বলে জানা গেছে।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, ডাম্পার
চালক ও নিহত যুবক পরষ্পর ভাই। দুই ভাই এক সঙ্গে পাহাড়ে মাটি কাটতে গিয়ে এক ভাই নিহত হয়েছে বলে জেনেছি।

স্থানীয়রা জানান, বনবিট কর্মকর্তাদের ম্যানেজ করে হলদিয়াপালং ইউনিয়নে
অবৈধ ডাম্পার দিয়ে পাহাড় কাটার সময় আজিজ নিহত হয়। পাহাড়খেকোরা বনবিট কর্মকর্তাদের টাকা দিয়ে ম্যানেজ করে এসব পাহাড় ধ্বংস করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

Din Mohammed Convention Hall

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে ৫ নম্বর ওয়ার্ডের মোকতার মিয়ার ছেলে মকছুদুল করিম চৌধুরীর ২টি ডাম্পার দিয়ে মাটি কাটছিল। সে এতই প্রভাবশালী স্থানীয় হতদরিদ্র শ্রমিকদের জিম্মি করে রাত-দিন মাটি
কাটতে বাধ্য করে। কেউ অবাধ্য হলে তাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে ডাম্পারের মালিকানার কথা স্বীকার করে মকছুদুল করিম
চৌধুরী বলেন, মাটি কাটার বিষয়টি আমি জানি না। তবুও দুর্ঘটনায় নিহত আজিজের পরিবারকে এককালীন নগদ অর্থ দেওয়া হবে।

রাজারকুলের রেঞ্জ অফিসার নাজমুল হোসেন জানান, মাটি চাপায় নিহতের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে বিট কর্মকর্তাদের ম্যানেজ করে পাহাড় কাটার বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, এক ব্যক্তি
মাটি চাপা পড়ে নিহতের খবর শুনেছি। তবে বিস্তারিত জানিনা। অভিযোগ পেলে
আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm