হাতে কলমে শিক্ষা অর্জনের জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ণ বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক জুয়েল দাসের তত্ত্বাবধানে, কোর্স শিক্ষক ও সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীলের সার্বিক সহযোগিতায় এবং প্রভাষক আকিব উল ওয়াদুদ আলমের উপস্থিতিতে ২৪ তম ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা ইলেক্ট্রনিক জার্নালিজম ও ফটো জার্নালিজম কোর্সের উপর ব্যবহারিক শিক্ষা অর্জন করেন।
তারই ফলস্বরূপ সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি শিক্ষার্থীরা ক্যামেরায় ধারণ করেন।
একইসঙ্গে সমুদ্র সৈকত এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা উদঘাটন করেন শিক্ষার্থীরা।
বিশেষ করে সৈকতের আশেপাশে জীববৈচিত্র্য ধ্বংস, পরিবেশ দূষণ, কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অনিরাপদ যাতায়াত ও পর্যটন ব্যবস্থা উল্লেখযোগ্য।
কর্মশালা শেষে বিভাগের সভাপতি জুয়েল দাস বলেন, এ ধরনের কাজ শিক্ষার্থীদের বাস্তবমুখী সাংবাদিকতা শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিল্ডওয়ার্কটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অনন্য উদাহরণ হয়ে থাকবে।