বাঁশখালী ছাত্র সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৬০০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে গত বছরের মতো এবারও চট্টগ্রামের ‘বাঁশখালী ছাত্র সংস্থা’র উদ্যোগে তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার বাঁশখালী সরকারি আলাওল কলেজের হলরুমে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষার আহ্বায়ক এডভোকেট সুলতানুল আনিস চৌধুরী জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা উৎফুল্লতার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করাটা সত্যি আনন্দের। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ভুমিকা রাখবে।

পরীক্ষা কেন্দ্রের প্রধান সভাপতি মো. তাওহিদুল ইসলাম জানান, বাঁশখালীর প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। মানসম্মত পুরস্কার দেওয়ার চেষ্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া হবে।

আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সোলেমান হল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। পাশাপাশি তিনি বৃত্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানান।

পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সহকারী কেন্দ্র প্রধান সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm