পুকুর ভরাট করায় এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা হাটহাজারীতে

হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের দায়ে শরিফ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ মে) দুপুর ১ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুকুরটি ভরাট করা লক্ষ্যে তিন মাস আগে পরিকল্পিতভাবে সেচ যন্ত্র দিয়ে শুকিয়ে ফেলেন শরিফ। গত কয়েকদিন ধরে পুকুর ভরাট শুরু করেন তিনি। অভিযান চালিয়ে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

s alam president – mobile

একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে পুকুরটি খনন করে পূর্বের অবস্থায় নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়। এই বিষয়টি তদারকি করার জন্য শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেককে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর বা জলাশয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানির উৎস হিসেবে জলাশয় সংরক্ষণ জরুরি। হাটহাজারীতে আইন অমান্য করে কেউ জলাশয় ভরাট করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে সকলের সচেতনতা জরুরি।

সিএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!