চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাগানের প্রায় সাড়ে তিনশ ফল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব গাছের বাজারমূল্য প্রায় ২০-২৫ লাখ টাকা। এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
উপজেলার ভূজপুরের দক্ষিণ পানুয়া ১ নম্বর বাগান বাজার এলাকা থেকে এসব গাছ কেটে নেয় দুর্বৃত্তরা।
সম্প্রতি এ ঘটনায় সাতজনকে আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. নুরুল হক।
মামলার আসামিরা হলেন—স্বপন (৫৫), মোহন (৫৫), লিল মিয়া (৫০), হোসেন (৩০), পারভেজ (৩৫), সোহাগ (৩৫) ও রফিক (৪৫)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, লিল মিয়া থেকে হাজী আবদুল মজিদ জায়গাটি কিনে নেন। এরপর ২০২০ সালের ২৪ জানুয়ারি তিনি ভুক্তভোগী মো. নুরুল হকের ছেলে মনির হোসেনের কাছে ১৫ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করেন। তারা সে জায়গায় ভোগ-দখল করে আসছিলেন এবং প্রায় ৩০০-৩৫০ ফলের গাছ লাগিয়েছিলেন।
২০২৪ সালের ১২ জানুয়ারি (রোববার) থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনদিনে আসামিরা হঠাৎ এসে এসব গাছ কেটে নেয়। ভুক্তভোগীর পরিবার এ কাজে বাধা দিলে তাদের হত্যার হুমকি দেয়। একইসঙ্গে ২০০০ সালের ৫ ফেব্রুয়ারির একটি দলিল দেখিয়ে দুর্বৃত্তরা জায়গাটি তাদের বলে দাবি করে। কিন্তু দলিল যাচাই করে দেখা গেছে, সেটি জাল দলিল।