সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বছর খানেক আগে সানজিদা আক্তারের সঙ্গে মো. কাইয়ুম নামে এক যুবকের পরিচয় হয়। তাদের মধ্যে নিয়মিত কথাবার্তায় এক সময় তা প্রেমে গড়ায়। সেই প্রেমিকার সঙ্গে দেখা করতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী নয়াবাজার পানির কল এলাকায় আসেন মো. কাইয়ুম। তবে দেখা করতে আসাটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার। তার কাছ থেকে প্রায় ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধ চক্র।
এ ঘটনায় ভিকটিম কাইয়ুম পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে ওই এলাকায় একাধিক অভিযান চালানোর পর বুধবার (১৯ মে) দিবাগত রাতে সানজিদাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বাকি দুজন হলো- মুক্তার আহাম্মেদ (৩৫) ও মো. আলাউদ্দিন (২৪)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ফেসবুকে প্রেমের সূত্র ধরে টাকা হাতিয়ে নেওয়া তরুণীসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহেদ/এসএ