s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

বন্ধুর বাড়ি বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

0

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদের ছুটিতে বন্ধুর বাড়ি বেড়াতে এসে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে গিয়ে মো. ফারহান (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাঙ্গু নদীর বাইদ্যাখালি পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হন। ফারহান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ফরিদা পাড়ার জামাল খানের ছেলে এবং হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিসের ডুবুরী দল টানা আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান সমাপ্ত করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ ফারহান বুধবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার আবদুল হাকিমের ছেলে বন্ধু মো. তুহিনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার ফারহানসহ ৪ বন্ধু মিলে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে যান।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফারহান বন্ধুদের সাথে প্রথমে নদীতে পানি কম থাকায় হেঁটে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যান। পরে ওখান থেকে ফেরার সময় বাইদ্যাখালি পয়েন্টে গভীর পানিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান। প্রথম দিকে স্থানীয়রা হাতজাল দিয়ে খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছি। আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে ডুবুরী দল এনে টানা আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে কলেজ ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Din Mohammed Convention Hall

তিনি আরও বলেন, স্থানীয় জেলেদের রাতে মাছ ধরার সময় কোন খোঁজ পেলে বিষয়টি আমাদের অবহিত করার জন্য বলা হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm