চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি পালিয়ে গেছে।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে চমেক হাসপাতালের অপারেশন কক্ষ থেকে পালিয়ে যায় নগরীর পতেঙ্গা থানায় গ্রেপ্তার হওয়া ওই আসামি। তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে মারামারির একটি ঘটনায় পতেঙ্গা এলাকার মো. হাফিজ আল আসাদ ওরফে ফাহিম ওরফে সোহাগকে (২৬) আহত অবস্থায় গ্রেপ্তার করেছিল পুলিশ।
মো. হাফিজের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। নগরীর পতেঙ্গা থানা এলাকায় ভাসমানভাবে থাকে বলে পুলিশ জানিয়েছে।
নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, ‘ছুরিকাঘাতে এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় গ্রেপ্তার হয়েছিল সোহাগ। চমেক হাসপাতালের ডাক্তার তার হাতে অপারেশনের সিদ্ধান্ত নেয়। গতকাল (রোববার) বিকেলের দিকে তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। সেখানে ডাক্তারের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে গেছে।’
দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘ওটি (অপারেশন থিয়েটার) রুম থেকেই আসামি পালিয়েছে। সেখানে তো পুলিশের কোনো ডিউটি থাকে না। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ আমরা পাইনি।’
জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘সে পতেঙ্গা থানার মামলার আসামি ছিল। তাকে পতেঙ্গা থানা পুলিশ হাসপাতালে এনে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছিল।’
আরএম/এমএফও