চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা করে ঘুরে বেড়ায় একটি অপহরণকারী চক্র। তাদের দলে আছে নারী সদস্যও। অপহরণ করে নিজেদের আস্তানায় নিয়ে মুক্তিপণ আদায়ের পাশাপাশি নারীর সঙ্গে আপত্তিকর ছবিও তোলেন তারা। পরে এসব ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে তারা আদায় করে টাকা।
রোববার (১৬ অক্টোবর) মধ্যরাতে এমন এক অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় অপহরণের শিকার এক বৃদ্ধকে উদ্ধার করেছে তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ জাহেদ আলম (১৮), মো. বেলাল হোসেন ইমন (১৮), মো. কাউছার (১৯) ও মো. ইমন(১৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, কোতোয়ালী থানার কেসি দে রোডস্থ হাজারী গলির মুখ থেকে খোরশেদুল আলমকে (৫৯) অপহরণ করে তারা। পরে হালিশহর থানার রঙ্গীপাড়া ছোট মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে অপহরনের ঘটনায় জড়িত মোহাম্মদ জাহেদ আলম (১৮) ও মো. বেলাল হোসেন ইমনকে (১৮) গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর থানাধীন মুহুরী পাড়া উত্তর আবাসিক এলাকার মান্নান ম্যানশন নামের বিল্ডিংয়ের পঞ্চম তলা থেকে ভিকটিম মো. খোরশেদুল আলমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের ঘটনায় জড়িত মো. কাউছার ও মো. ইমনকে গ্রেপ্তার করা হয়। জড়িত আসামী মনোয়ার ও ইয়াছমিন আক্তার মনি সুকৌশলে পালিয়ে যায়।
আরএম/এমএফও