s alam cement
আক্রান্ত
৮১৯৫৯
সুস্থ
৫৫২০৮
মৃত্যু
৯৬২

বাবার হাতে যৌন হয়রানির শিকার পালিত মেয়েকে পাঠানো হল হাটহাজারীতে

0

১৬ বছর বয়সী পালিত মেয়েকে যৌন হয়রানি, মারধর ও দুদিন ঘরে আটক করে রাখার অভিযোগে মোহাম্মদ হোসেন (৫০) নামে এক পালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ১৬ বছর বয়সী ওই পালিত মেয়েকে পাঠানো হয়েছে চট্টগ্রামের হাটহাজারী নারী ও শিশু উন্নয়ন কেন্দ্রে।

মোহাম্মদ হোসেন (৫০) নামে ওই পালক বাবা ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা এবং কুয়েতপ্রবাসী।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মামলার বাদী ওই কিশোরীকে নিরাপত্তা হেফাজতে রাখতে চট্টগ্রামের হাটহাজারী নারী ও শিশু উন্নয়ন কেন্দ্রে এবং আসামি মোহাম্মদ হোসেনকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

পুলিশ জানিয়েছে, ওই পালিত মেয়েকে দুই বছর বয়সে মোহাম্মদ হোসেনের স্ত্রী লালনপালনের জন্য তাদের বাড়িতে নিয়ে আসেন। পালক বাবা-মায়ের সঙ্গে সে বাস করছিল। ২০২০ সালে মোহাম্মদ হোসেনের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকে নানা সময় মোহাম্মদ হোসেন নানা অজুহাতে ওই মেয়েকে নির্যাতন করে আসছেন।

দুদিন ঘরে আটক করে রাখার খবর পেয়ে বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm