চট্টগ্রামে অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কিন্তু এরপরও চড়া মূল্যে ডিম বিক্রি, মূল্য তালিকা না রেখে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। নগরীর পাহাড়তলী বাজারে গিয়ে দেখা মিলেছে এমন অনিয়মের। বাজারের দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) পাহাড়তলী বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ।
জানা গেছে, চড়া দামে ডিম বিক্রি ও ক্রয় ভাউচার না থাকায় মেসার্স শাহজাহান স্টোরকে ৭০ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে অপর এক অভিযানে আসদগঞ্জের ইসলাম কলোনি এলাকায় কাপড়ের রং, কয়লার গুঁড়া শুকনো মরিচের সঙ্গে মিশিয়ে গুঁড়ামরিচ তৈরি করায় আরিফের ক্রাসিং মিলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরএ/ডিজে