বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্বেগ

সরকারি নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা

জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা বেসরকারি খাতে চলে গেলে স্পর্শকাতর এই জ্বালানি খাত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং তাতে এ খাতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে জ্বালানি তেল সেক্টরের শ্রমিক-কর্মচারিদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব প্রধান বক্তার বক্তব্যে এই আশঙ্কা প্রকাশ করেন।

সভায় বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব বলেন, ‘বেসরকারিভাবে জ্বালানি তেল আমদানির করে সেই তেল সরকার চাইলে বিপিসির আওতাধীন পদ্মা, মেঘনা যমুনাসহ বিভিন্ন বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে সংরক্ষণ ও বিপণন করতে পারে। এতে জ্বালানি তেলের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে।’

s alam president – mobile

তিনি বলেন, ‘অন্যথায় জ্বালানি খাতে শুধু অস্থিরতাই সৃষ্টি করবে না, তেলের মানও বজায় রাখা যাবে না। তবে সরকারের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত নেওয়া হোক না কেনো তা যেন আরও ভেবেচিন্তে নেওয়া হয়।’

বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড লেবার ইউনিয়নের সভাপতি ও ফেডারেশনের সহ সভাপতি মো. এয়াকুব, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন, মেঘনা পেট্রোলিয়াম লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বিপিসি লেবার ইউনিয়নের সভাপতি মো. আতিক ও সাধারণ সম্পাদক মো. হালিম, এসএওসিএল লেবার ইউনিয়ন সভাপতি মো. কায়সার হামিদ, এলপিজি লেবার ইউনিয়নের সভাপতি মনির আহমদ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!