চট্টগ্রাম থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি কোচ (বগি) লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফেনী ও লাকসাম স্টেশনের মধ্যবর্তী হাসানপুর স্টেশনে মালগাড়ির পেছনে ধাক্কা দিলে ছয়টি কোচ লাইনচ্যুত হয় বলে জানা গেছে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে হাসানপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
তবে এখনও কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার জাফর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জেনেছি। তবে হতাহত সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়টি গার্ড ফোন না ধরায় নিশ্চিত হতে পারিনি।’
জেএস/ডিজে