চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় একটি শুঁটকি গুদামের কোল্ড স্টোরেজে ভয়াবহ বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দেয়াল ধসে পড়ে চারজন আহত হয়েছে। বিস্ফোরণে কারণে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানার চাক্তাই রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত চারজন হলেন মো. তারেক, নূর হোসেন, মো. মান্নান এবং রবিন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘রাজাখালীর ওই শুঁটকি ফ্যাক্টরির কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ অ্যামোনিয়া গ্যাস ছিল। রাতে অ্যামোনিয়া গ্যাসের বিস্ফোরণে পাশের দেয়াল ধসে ৪ থেকে ৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। যতদূর জেনেছি, তারা পাশে বসে লুডু খেলছিল মোবাইলে। তাদের সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ‘এখানে একটা শুঁটকির গুদামে আগুন লেগেছে। আমাদের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে গ্যাস থাকায় আমাদের স্পেশাল টিমও ঘটনাস্থলে রয়েছে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে রাজাখালীতে বিস্ফোরণে আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আইএমই/এমএহক





