কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল কর্ণফুলী উপজেলার আয়ুব বিবি ট্রাস্ট।

কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী।

s alam president – mobile

লায়ন হাকিম আলী বলেন, ‘তৃণমূল পর্যায়ে গুণগতমানের শিক্ষা ছড়িয়ে দিতে কিন্ডারগার্টেন স্কুলগুলো অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছে। কিন্টারগার্টেন স্কুলের শিক্ষকরা অল্প বেতনে দিনের পর দিন শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। এই জন্য কিন্ডারগার্টেন শিক্ষকেরা ধন্যবাদ প্রাপ্য।’

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়ুব বিবি ট্রাস্টের পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের কথা উল্লেখ করে লায়ন হাকিম আলী বলেন, ‘কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এখন থেকে প্রতিবছর আয়ুব বিবি ট্রাস্টের পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি দিয়ে তাদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। এই মেধাবৃত্তির ফলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা থেকে ঝরে পড়া রোধ করবে।’

এই সময় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগকে স্বাগত জানান।

Yakub Group

অনুষ্ঠানে অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন আয়ুব বিবি ট্রাস্টের সদস্য এমএ সালাম, শাহ অহিদিয়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শফিক আহমদ সাদেকী, আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, রিভার ভিউ গ্রামার স্কুলের পরিচালক শেখ আহমদ ইমু।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!