বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩২জন ও সদস্য পদে ৩৫৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আছেন ৭ জন আওয়ামী লীগ, ২০ জন স্বতন্ত্র প্রার্থী, ইসলামী ফ্রন্ট প্রার্থী ২জন, কমিউনিস্ট পার্টির ১জন, ইসলামী আন্দোলন ২ জন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন ও সাধারণ সদস্য পদে ২৯২ জন মনোনয়নপত্র জমা দেন।
শাকপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত আবদুল মান্নান মোনাফ, গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), মো. মোজাহের আলম (স্বতন্ত্র) নুরুল ইসলাম (ইসলামী আন্দলন) আবদুল মালেক (ইসলামী ফ্রন্ট) ও মো. এমরান (স্বতন্ত্র)।
সারোয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বেলাল হোসেন, এএসএম মহিউদ্দিন চৌধুরী (স্বতন্ত্র) এএমএম ইউছুপ চৌধুরী।
পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জসিম, বাবু দাশ, এসএম জোবাইর হাসান।
চরণদ্বীপ ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন, আওয়ামী লীগ মনোনীত মো. শামশুল আলম, আমিন খান, মো. মোস্তফা কামাল, মো. শোয়াইব রেযা, রহমত আলী চৌধুরী।
শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মোকারম, মো. জমির উদ্দিন (স্বতন্ত্র) মো. ইকবাল (ইসলামী আন্দোলন), খালেদ সাইফুল্লাহ, মো. নাঈম উদ্দিন।
আমুচিয়া ইউনিয়নে ৩ জন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল দে, অজিত বিশ্বাস (স্বতন্ত্র) ও অনুপম বড়ুয়া (কমিউনিস্ট)
আহ্ল্লা করলডেঙ্গা ইউনিয়নে জমা দিয়েছেন ৬ জন। এর মধ্যে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনসুর আহমদ, হামিদুল হক মান্নান, মো. সায়েম, মাহাবুবুল আলম, মোহরম আলী ও মুরাদ হাসান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
কেএস