s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

ব্যাংক একাউন্ট জব্দ করতে পারবে না দুদক, কক্সবাজারে ঘটনায় হাইকোর্টের রায়

0

দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে কক্সবাজারের এক ব্যবসায়ীর ব্যাংক হিসাব জব্দে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তার দেওয়া নির্দেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৭ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

চলতি বছরের ৬ জানুয়ারি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার ব্যবস্থাপককে স্থানীয় বেলায়েত হোসেনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। ব্যাংক হিসাব জব্দের ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলায়েত হাইকোর্টে রিট আবেদন করেন।

আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী রাকিবুল হাসান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী রাকিবুল হাসান বলেন, ‘নিয়মটা হচ্ছে কোনো নাগরিকের ব্যাংক হিসাব জব্দ করতে হলে প্রথমে কমিশনের অনুমোদন নিতে হবে। তারপর লিখিত আবেদন করে আদালতের আদেশ নিতে হবে। কোনো নাগরিকের ব্যাংক হিসাব জব্দ করতে আদেশ দেওয়ার এখতিয়ার হচ্ছে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত বা বিশেষ জজ আদালতের। কিন্তু বেলায়েত হোসেনের ব্যাংক হিসাব জব্দ করার ক্ষেত্রে তা মানা হয়নি। তদন্তকারী কর্মকর্তা তার ইচ্ছামতো আদেশ দিয়েছিলেন এই ব্যক্তির ব্যাংক হিসাবটি জব্দ করার জন্য।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে একটি ধারণা আছে যে, দুদক কর্মকর্তারা যে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে পারে। কিন্তু আসলে তা পারেন না। কমিশনের অনুমোদন সাপেক্ষে আদালতের আদেশ ছাড়া কোনো নাগরিকের ব্যাংক হিসাব জব্দ করা যাবে না। আর এ কারণেই দুদকের তদন্তকারী কর্মকর্তার আদেশটি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।’

Din Mohammed Convention Hall

এর আগে গত ২২ ফেব্রুয়ারি দুদকের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। বেলায়েতের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের ওই উপ-সহকারী পরিচালকের দেওয়া ৬ জানুয়ারির নির্দেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না সেটা জানতে চাওয়া হয় রুলে।

দুদক চেয়ারম্যান ছাড়াও চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কক্সবাজার শাখার ব্যবস্থাপককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। গত ২৩ জুন এ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রোববার রায়ের জন্য রাখেন। রায়ে রুলটি যথাযথ ঘোষণা করা হয়।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm