হাত বাঁধা ব্যক্তির মরদেহ মিললো চাক্তাই খালে

বৃষ্টি ও জোয়ারের পানিতে রক্তাক্ত চোখ ও হাত বাঁধা এক ব্যক্তির লাশ ভেসে এসেছে চাক্তাই খালে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে মেডিকেলের মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে এভাবে হাত বেঁধে মেরে ফেলেছে, তা জানা যায়নি।

শনিবার (৩ মে) বিকাল ৫টার দিকে কোতোয়ালী থানার সিঅ্যান্ডবি পোল সংলগ্ন রুমঘাটার পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাত বাঁধা

জানা গেছে, নগরীতে সকাল থেকে বৃষ্টি ছিল। ফলে নদী-খালে পানির জোয়ার ছিল। সেই জোয়ারে চাক্তাই খালে ভেসে আসে হাত বাঁধা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। স্থানীয়রা দেখে পুলিশের খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm