চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস থেকে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় তৈরি রাইফেল, একটি একনলা বন্দুক।
শুক্রবার (২ মে) বিকালে উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এসব তথ্য জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল।
গ্রেপ্তার দুইজন হলেন—বরিশাল জেলার বিমানবন্দর থানার কাশীপুর এলাকার মনির হোসেন (৪৫) ও নোয়াখালীর চাটখিল থানার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া এলাকার মনির হোসেন (৪৮)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, কক্সাবাজারের মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস যাচ্ছিল নোয়াখালী। শুক্রবার বিকেলে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে গাড়ি তল্লাশি চলার সময় কালো রঙের ওই মাইক্রোবাসটিকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। গাড়িটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়।
পরে মাইক্রোবাসের চালক ও তার সহযোগী জিজ্ঞাসাবাদে জানান, তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গায় সুকৌশলে লুকানো অবস্থায় কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর মাইক্রোবাস থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় তৈরি রাইফেল, একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দু’জন দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র কেনা-বেচা করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো মহেশখালী থানা এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নোয়াখালী নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাসেল।
ডিজে