পটিয়া ও খাগড়াছড়ির যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না দু’দিন

বিদ্যুৎ মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়া ও পার্বত্য জেলা খাগড়াছড়ির বেশ কয়েকটি এলাকায় দুইদিন বিদ্যুৎ থাকবে না।

শনিবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। নিরাপত্তার স্বার্থে সব সময় বিদ্যুৎ লাইন চালু বলে গণ্য হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৪ মে, রোববার

৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত : বিতরণ বিভাগ-পটিয়ার আওতাধীন শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১কেভি গোমদন্ডী ফিডারের আওতাধীন এর আশপাশ এলাকা (আংশিক)।

সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত : বিতরণ বিভাগ-খাগড়াছড়ির আওতাধীন ৩৩ কেভি ঠাকুরছড়া সার্কিট-০২, ৩৩ কেভি লাইন আংশিক বিদ্যুৎ বন্ধ থাকবে।

এছাড়া খাগড়াছড়ির আওতাধীন ১১ কেভি এইচ-০১ কলাবাগান, খাগড়াছড়ি বাজার, শান্তিনগর, চেঙ্গী স্কয়ার, কলেজ গেইট, সবুজবাগ, স্বনির্ভর বাজার, সিঙ্গিনালা ও স্টেডিয়াম এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

৫ মে, সোমবার

সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত : বিতরণ বিভাগ-খাগড়াছড়ির আওতাধীন ১১ কেভি থা-০১ আলুটিলা পর্যটন এলাকা, জিরোমাইল, মহালছড়া, গঞ্জপাড়া (উত্তর, দক্ষিণ ও মধ্য) খবংগড়িয়া, বাঙ্গালকাটি, শব্দমিয়াপাড়া, বিসিক এলাকা, রাজবাড়ি, পিটিআই এলাকা।

সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত : বিতরণ বিভাগ-পটিয়ার আওতাধীন সাতকানিয়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র মীর্জাখীল ফিডার সমাদারপাড়া, রামপুর, সুগন্ধাক্রাব, পরশমনি ক্লাব, চরপাড়া।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm