মাদ্রাসার তহবিল নিয়ে হাটহাজারীতে দুই পক্ষের মারামারিতে ১ জনের মৃত্যু

0

মসজিদ ও মাদ্রাসার বার্ষিক তহবিলের অর্থের গরমিল নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. হোসেন আলী বাচা নামের একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মসজিদ ও নুরানী তামিনুল কোরআন দাখিল মাদ্রাসার তহবিলের হিসেব নিয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মারামারির এ ঘটনা ঘটে।

মারামারিতে নিহত মো. হোসেন আলী বাচা (৪০) উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়া এলাকার বাসিন্দা। এদিকে মারামারিতে নিহত হওয়ার পরও শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। এমনকি এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হননি।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কালা বাদশাপাড়া এলাকার মসজিদ ও নুরানী তামিনুল কোরআন দাখিল মাদ্রাসার বার্ষিক তহবিলের অর্থের হিসাব সংক্রান্ত সেখানকার দুপক্ষের মধ্যে দ্বন্দ্বেরে জের ধরে মারামারির ঘটনা সৃষ্ট হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। দুইপক্ষের মধ্যে পূর্ব থেকে শত্রুতা ছিল। তার জের ধরে শুক্রবার রাতে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।’

তিনি আরও বলেন, ‘মারামারিতে সেখানে মো. হোসেন আলী বাচা নামে একজন গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মারামারি ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।’ তবে প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার, ‘গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১০টায় গুরুতর আহত অবস্থায় হোসেন আলী বাচাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।’

মুআ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm