‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ের শুরু হয়েছে দু’দিনব্যাপী তারুণ্য মেলা।
রোববার (২৬ জানুয়ারি) সকালে মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সভাপতি সোহেল চৌধুরী।
মেলায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা শীতকালীন হরেকরকম পিঠা-খাবারের পসরা সাজিয়ে বসেছে। প্রতিটি স্টলের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। সোমবার এ মেলার সমাপ্তি ঘটবে।
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান।
এসময় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জুয়েল চৌধুরী, খুরশিদা ইয়ামিন চৌধুরী, রাফেল চৌধুরী, শাহাদাৎ হোসেন চৌধুরী, পাভেল চৌধুরী, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, কিছমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিয়াদ চৌধুরীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, ‘তারুণ্যের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেলার আয়োজন করা হয়েছে। উৎসবটি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের উদ্যমী ও সৃজনশীল কাজের প্রতি উৎসাহিত করবে।’
ডিজে