মিরসরাইয়ে নকল প্রসাধনীর কারখানা, মালিকের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে কারখানার মালিক মো. জামাল আক্তার সিদ্দিককে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি নগরীর খুলশী এলাকায় থাকেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহ মঞ্জিলের একটি কক্ষে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ।

অভিযানে হেয়ার ওয়াশ মৌলি কসমেটিকস ৫০ পিস, জেসকো সেভিং জেল মোডলি কসমেটিকস ৬০ পিস, ফেস মেসেজ ক্রিম ৫০ পিস, পিউর কোকোনাট তেল ২০ পিস, সাইনিং হেয়ার ওয়াস কসমেটিকস বিপিকিং ওয়াকস ৫০ পিস, সেনেটারি হ্যান্ড সেনিটাইচার ৫০ পিস ও ক্যামিক্যাল ৩ ড্রাম জব্দ করা হয়।

মিরসরাই এএসপি লাবিব আব্দুল্লাহ বলেন, ‘জামাল আক্তার সিদ্দিকী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রেললাইনের পাশে এসব ভেজাল প্রসাধনী তৈরি করে আসছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সিভিলে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন দিয়েছি। ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে পাঠালে আমিসহ অভিযান পরিচালনা করি।’

Yakub Group

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘মানবদেহের জন্য ক্ষতিকর এমন নকল প্রসাধনী তৈরির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে আটটি কসমেটিকস তৈরির কাচাঁমাল জব্দ করা হয়। এ সময় জামাল আক্তার সিদ্দিকীকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm