মিরসরাইয়ে নগদ পরিবেশকের ৭ লাখ টাকা ছিনতাই

0

চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এর পরিবেশক গ্রীন বাংলা ট্রেডিংয়ের কর্মী থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ কানকিরহাট এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান গ্রীন বাংলা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. একরাম হোসেন।

তিনি জানান, তাঁর প্রতিষ্ঠানের কর্মী আলতাফ হোসেন টাকা কালেকশান করে মোটরসাইকেল যোগে আমার বাড়ি হাইতকান্দি যাচ্ছিলেন।

এসময় কানকিরহাটের পশ্চিম পাশে ব্রিজের উপর আগে থেকে ওঁৎ পেতে থাকা দুজন ছিনতাইকারী আলতাফের মোটরসাইকেলের গতিরোধ করে।

কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করে তার সাথে থাকা ৭ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান একরাম হোসেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম খাঁন বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm