চট্টগ্রাম মেডিকেল কলেজের বহিষ্কৃত ছাত্র পরীক্ষা দিলেন বুক ফুলিয়ে

0

চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক বছরের জন্য বহিষ্কৃত হাবিবুল্লাহ হাবিব নামের এক শিক্ষার্থী বহিষ্কার হওয়ার দেড় মাসের মাথায় পরীক্ষায় বসেছেন। ফলে প্রশ্ন উঠছে ২৩ নভেম্বর ছাত্রলীগের যে ৩১ জনকে চমেক বহিষ্কারের ঘোষণা দিয়েছে সেটি আইওয়াশ ছিল কিনা।

হাবিবুল্লাহ হাবিব বিডিএস ৩০তম ব্যাচের শিক্ষার্থী। গত বছরের ২৩ নভেম্বর চমেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যে ৩১ জনকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কার করা হয়েছিল তার মধ্যে হাবিবুল্লাহ হাবিবের নামও ছিল। তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

তবে সবাইকে অবাক করে দিয়ে গত ২৯ ডিসেম্বর বিডিএসের ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় ডেন্টাল এনাটমি বিষয়ের লিখিত পরীক্ষায় অংশ নেন হাবীবুল্লাহ। একই বিষয়ে তার মৌখিক পরীক্ষা ছিল ২৩ জানুয়ারি।

হাবীবুল্লার পরীক্ষায় অংশ গ্রহন করা নিয়ে এর মধ্যেই বিভিন্ন আলোচনা চলছে চমেক ক্যাম্পাসে।

যদিও একটি সূত্র জানিয়েছে হাবীব উল্লাহ নামে ওই শিক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে সে পরীক্ষার রেজিস্ট্রেশনই হয়েছে তার বহিষ্কার আদেশের আগে। এর ফলে ছাত্রলীগ নেতাদের বহিষ্কার আদেশের বিষয়ে চমেক প্রশাসন নমনীয় এমন প্রশ্ন তোলার সুযোগ নেই।

এই বিষয়ে জানতে চাইলে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি এই মুহুর্তে স্টেশনে নাই। কেন কি হয়েছে এই বিষয়ে জানিনা। জেনে কথা বলবো।’

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm