চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের ৪টি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এগুলো হচ্ছে মিরসরাই থানা, পৌর, জোরারগঞ্জ থানা ও বারইয়ারহাট পৌর যুবদলের আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুকু কমিটির অনুমোদন দেন। এ সময় দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হাসান মো. জসীম উদ্দিন এবং সাধারণ সম্পাদক এস.এ মুরাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
মিরসরাই থানা যুবদলের কমিটিতে মো. কামাল উদ্দিনকে আহবায়ক, নিজাম উদ্দিন চৌধুরী লিটনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মনোয়ার হোসেন শাওনকে সদস্য সচিব করা হয়েছে।
জোরারগঞ্জ থানায় মো. সিরাজুল ইসলামকে আহবায়ক, লায়ন দেলোয়ার হোসেনকে সদস্য সচিব, বারইয়ারহাট পৌরসভায় নুরুল আফছার মিয়াজীকে আহবায়ক, জিয়া উদ্দিন বাবলুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফয়েজ উদ্দিনকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়।
এছাড়া মিরসরাই পৌরসভায় মো. কামরুল হাসানকে আহবায়ক ও বোরহান উদ্দিন সবুজকে সদস্য সচিব করা হয়েছে।
দলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুকু আগামী ৩০ দিনের মধ্যে কর্মী সভার মাধ্যমে ইউনিট সমূহের পূর্ণাঙ্গ কমিটির করার নির্দেশে দিয়েছেন।
কেএস