রাঙ্গুনিয়ায় যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের কর্মশালা

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের তালিমুল কুরআন বালিকা মাদ্রাসায় শিক্ষার্থীদের নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে করণীয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিট অফিসার এবং মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, জোর করে যৌনাচার প্রতিরোধে অপরিচিত ব্যক্তি, অনিরাপদ/নিরিবিলি স্থান এড়িয়ে চলতে হবে। পর্যবেক্ষণের মাধ্যমে পরিচিত-অপরিচিত ব্যক্তির যৌন উদ্দেশ্য সম্পর্কে বুঝার চেষ্টা করতে হবে। আস্থাশীল বন্ধু তৈরি করা এবং দলবলে চলাফেরা করার চেষ্টা করতে হবে।

ওসি বলেন, বিশেষ করে সন্ধ্যার পর বিপজ্জনক স্থান থেকে দ্রুত প্রস্থান করা, দৌড়ানো এবং যত জোরে সম্ভব চিৎকার করে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বিপদে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করতে হবে। আক্রান্ত হবার আগেই চাবির গোছা, ব্যাগ বা হাতের কাছে যা আছে তা দিয়ে আক্রমণকারীকে প্রতিরোধ করতে হবে।

এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার পরিচয়দানকারীর যেকোনো প্রস্তাব এড়িয়ে চলা এবং নিজের গোপনীয় তথ্য সরবরাহে সর্তকতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা সংক্রান্তে কোনো ধরনের ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে পিতা-মাতাকে অবহিত করে নিকটস্থ থানার মাধ্যমে আইনি সহায়তা নিতে হবে। যেকোনো প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯, ডিউটি অফিসার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ০১৩২০১০৭৯৭৯ এবং দক্ষিন রাঙ্গুনিয়া থানার ওসির ০১৩২০১০৭৯৭৩ নম্বরে ফোন করে আইনি সহায়তা নেওয়া যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm