s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় মামলা, একমাত্র আসামি বাসচালক

0

চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিংয়ে মিনিবাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ। সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়া বাসচালককে আসামি করা হয়েছে মামলায়।

শনিবার (৪ ডিসেম্বর) রাতেই রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলার বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ওসি নাজিম উদ্দিন।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন- বাস, সিএনজি ও ডেমু ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দয়ের করেছে।

মামলায় সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়া বাসচালককে আসামি করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তদন্তে বাসচালক ছাড়াও আরও কারো দায় পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে বলে জানান ওসি নাজিম উদ্দিন।

শনিবার নগরের ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে বাস- ডেমু ট্রেন ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও ৬ জন।

এআরটি/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm