চট্টগ্রামের লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডারে গ্যাসের সঙ্গে হাওয়া মিশিয়ে বিক্রি করে আসছিল একটি চক্র। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাওয়ার মেশিন, ১৬৭ গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন যন্ত্রাপাতি জব্দ করেছে। তবে এ চক্রের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
১ জুলাই (মঙ্গলবার) মধ্যরাত প্রায় দেড়টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেলিপুকুর পাড় (খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন) এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
জানা গেছে, তেলি পুকুর পাড় এলাকায় গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস আর অর্ধেক বাতাস ভর্তি করে বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৬৭টি গ্যাস সিলিন্ডার, হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। এসময় প্ররতারক চক্রটি গা-ঢাকা দেয়।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস ও অর্ধেক হাওয়া ভর্তি করে বাজারজাত করা হচ্ছিল। গ্যাস সিলিন্ডারে বড় বড় কোম্পানির স্টিকার লাগিয়ে জন সাধারণের সঙ্গে প্রতারণা করছে একটি মহল। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, গ্যাস সিলিন্ডারে হাওয়া মেশিনের মাধ্যমে সিলিন্ডারে হাওয়া আর অল্প গ্যাস দিয়ে বিভিন্ন নামিদামি কোম্পানির বিভিন্ন ব্রান্ডের বোতল ব্যবহার করে বাজারজাত করছিল একটি চক্র। অভিযান চালিয়ে খালি সিলিন্ডার, হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। ১৬৭টি গ্যাসের বোতল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
ডিজে