জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে তাকে হাজির করা হয়।
এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এর আগে চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার দিবাগত আড়াইটার দিকে তাকে সাতকানিয়া উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীতে নাশকতার ঘটনায় শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সাতকানিয়া থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। হাটহাজারীর ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হবে।’
জানা গেছে, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
এমএফও