শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা আজ

0

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) রথযাত্রা আয়োজনের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে নন্দনকানন ইসকন আটদিনব্যাপী নানা আয়োজন করেছে।

আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (৮ জুলাই) শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দিনব্যাপী মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, জগন্নাথের মহিমা কীর্তন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 

উল্টো রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে।

এতে মহান আশীর্বাদক থাকবেন ইসকনের হেডকোয়ার্টার ভারতের মায়াপুর থেকে আগত শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ।

Yakub Group

মহাশোভাযাত্রা নন্দনকাননের শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সামনে ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বোস ব্রাদার্স মোড়, আমতলা, নিউমার্কেট মোড়, কোতোয়ালী মোড়, লালদীঘির পাড়, আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড়, নন্দনকানন গৌর নিতাই আশ্রমে এসে শেষ হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm