রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায়

0

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ‘ফতোয়া কমিটির চেয়ারম্যান’ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নূর মোহাম্মদ (৪৮) ওই ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে।

এপিবিএন জানায়, নূর মোহাম্মদ আরসার ‘ফতোয়া কমিটির চেয়ারম্যান’। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় এ কমিটির শীর্ষ নেতা হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে ক্যাম্পে নানা অপরাধ সংঘটিত হয়েছে।

পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে সলিম নামের এক ব্যক্তির দোকানে অপরাধ সংঘঠনের জন্য কয়েকজন ব্যক্তির অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নূর মোহাম্মদ পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে গ্রেপ্তার করে।’

Yakub Group

পরে নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয় বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm