চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উরিরচর ইউনিয়ন থেকে ৭ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনগণ। শনিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে দক্ষিণ উরিরচরে এসে নামলে সেখানে স্থানীয়ররা তাদের আটক করে।
স্থানীয় সূত্রে জানান যায়, ভাসানচর থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা বলে দালাল চক্র তাদের দক্ষিণ উরিরচরে সাগর তীরে নামিয়ে দিয়ে চলে যায়। আটককৃতদের মধ্যে ২ জন যুবক, ২ জন কিশোরী ও ৩ জন শিশু রয়েছে।
বর্তমানে তাঁরা উরিরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। উরিরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাবুল আজাদ রোহিঙ্গা আটকের বিষটি নিশ্চিত করেছেন। এই নিয়ে ছয়বারে মোট ৪৬ জন রোহিঙ্গা আটক হয়েছে সন্দ্বীপের স্থানীয়দের হাতে।
কেএস