সন্দ্বীপে গ্যারেজের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, এলজি-গুলিসহ আটক ২

সন্দ্বীপে দেশীয় অস্ত্র তৈরির একটি ছোট কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে একটি একনলা বন্দুক (এলজি), গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে দুই জনকে।

সোমবার (৪ আগস্ট) গভীর রাত ২টায় সারিকাইত ইউনিয়নে অভিযান এসব অস্ত্র ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক দুই জন হলেন—মো. হান্নান (৪০) ও মো. আরমান (২০)। হান্নান মুছাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক। আর আরমান সারিকাইত চৌরাস্তা এলাকায় ব্যবসায়ী। তিনি সারিকাইত ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মো.সোলেমানের ছেলে।

সন্দ্বীপ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সন্দ্বীপ থানার সোমবার রাত ২টার দিকে সারিকাইত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অমূল্য দাশ সেরাংয়ের বাড়ির পাশে অভিযান চালানো হয়। হান্নানের দেহ তল্লাশি করে তার কোমড় থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সোহেলের দোকান থেকে দেশীয় অস্ত্র তৈরির যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ এবং ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটি অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার হয়ে আসছিল বলে ধারণা পুলিশের।

তবে অভিযানের পর থেকে সোহেল পলাতক রয়েছেন। সোহেল একই বাজারের মোটরসাইকেল গ্যারেজ মালিক। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগ রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য মতে, আরেকটি দোকান থেকে গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm