৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামসহ সারাদেশে ঢালাওভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের, চাকরিচ্যুতি ও বিভিন্নভাবে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিইউজের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে অকাতরে জীবন বিসর্জন দেওয়া ছাত্র-জনতা সাংবাদিক পুলিশসহ সকল শ্রেণী পেশার মানুষকে স্মরণ করা হয়।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুর শুভ।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অটুট রাখার গুরুত্বারোপ করে বলেন, ‘গণমাধ্যম সংস্কারের গ্রহণযোগ্য কার্যকর রূপরেখার আগে রাজনৈতিক কিংবা ব্যক্তি বিদ্বেষ বিবেচনায় চাকরিচ্যুতি ও ঢালাও মামলা দায়ের জনবান্ধব কল্যাণ রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এতে অগণিত মানুষের আত্মত্যাগের লক্ষ্যমাত্রা পথভ্রষ্ট হবার আশঙ্কা দেখা দেবে।’
সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক নেতা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সাংবাদিকতায় তাদের বিশেষ অবদানের কথা স্মরণ করেন।
সভায় আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও বিস্তৃতির সুবিধার্থে সিইউজের কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরওয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব ও আজহার মাহমুদ ও সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিইউজের মুখপাত্র ‘বার্তাজীবী’র বিশেষ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে লেখা দেওয়ার জন্য সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।