চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের শুভেচ্ছা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ও সচিব অধ্যাপক ড. শামসুদ্দীন আজাদকে শুভেচ্ছা জানিয়েছে কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পরিষদের প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি মো. আলতাফ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যাপক হাবীব রহমত উল্লাহ ও কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এম ইকবাল বাহার চৌধুরী।

অধ্যক্ষ এম ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শিক্ষাক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করা এ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিটি এলাকায় জায়গার দাম নাগালের বাইরে হওয়ায় বিধিমালা অনুযায়ী পাঠদানের অনুমতি পাওয়া দুঃসাধ্য। এছাড়াও ৬ষ্ঠ, ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন এক নতুন ভোগান্তির মাত্রা যোগ করেছে।

তিনি বলেন. আন্তঃবোর্ডের সঙ্গে সমন্বয় করে এসব ভোগান্তি দূরপূর্বক ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন প্রথা বাতিল এবং নবম শ্রেণির রেজিস্ট্রেশনের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm