বালু উত্তোলনে বাধা দেওয়ায় জেলেকে ছুঁড়ে ফেললো সাগরে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক জেলেকে সাগরে ফেলে দিয়েছে বালু উত্তোলনকারীরা। সাগরে ফেলার পর থেকে এখনও নিখোঁজ রয়েছেন ওই জেলে। এছাড়া অপর এক জেলেকে অপহরণ করে নিয়ে গেলেও তাকে পরে উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিখোঁজ জেলের নাম রামদাস (৩২)। এছাড়া অবৈধ বালু উত্তোলনকারীরা লিটন দাস নামের আরেকজনকে অপহরণ করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। সমুদ্র ফেলে দেওয়া নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকায় করে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। এ বিষয়ে তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারে দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে গেলে, ড্রেজার থেকে ধাক্কা দিয়ে সাগর থেকে ফেলে দেওয়া হয় রাম দাসকে। আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা।

স্থানীয়দের জেলেদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতকারী। কিন্তু এ ব্যাপারে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা নীরব।

এদিকে সাগরে স্বামী রামদাসকে খোঁজে পেতে কণিকা দাস পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, আমার স্বামী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে সমুদ্রে ফেলে দেয় এবং আমার দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে নৌপুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাতিয়া থানা হাট থেকে অপহরণ হওয়া লিটন জলদাসকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত ভোলা চ্যানেল থেকে এমবি নাবিল ফারহান নামক বাল্কহেডটিকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড কমান্ডার শওকত হোসেন বলেন, বিষয়টি শুনেছি কিন্তু এখনও বিস্তারিত পাইনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান বলেন, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ হওয়া জেলে লিটন দাসের সঙ্গে কথা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm