সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে আ জ ম নাছিরের শোক

চট্টগ্রাম থেকে প্রকাশিত গণমাধ্যম ‘একুশে পত্রিকা’র সম্পাদক সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মহান আল্লাহতালার দরবারে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

ঢাকার একটি হাসপাতালে বুধবার (২ আগস্ট) রাত পৌনে ৪টার সময় সাংবাদিক আজাদ তালুকদার মারা যান।

আ জ ম নাছির শোকবার্তায় উল্লেখ করেন, এই চট্টগ্রামে মেধাবী সাংবাদিকদের একজন আজাদ তালুকদার।সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা রক্ষায় যে কয়জন সাংবাদিক স্রোতের বিপরীতে থেকে পথ চলেছেন, আজাদ তালুকদার ছিলেন তাদের মধ্যে একজন। গড্ডালিকা প্রবাহে কখনও গা ভাসিয়ে দেননি তিনি । সত্যের পথ অনেকটা কঠিন, সে কঠিন কণ্টকময় পথে নিজেকে অবিসংবাদিত রেখে একুশে পত্রিকাকে পরম যত্নে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পেরেছিলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, আজাদ তালুকদারের সঙ্গে আমার সামাজিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তি সম্পর্কও ছিল। তিনি একজন সদালাপী , মিশুক ও বিনয়ী ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সাহসী, সত্যনিষ্ঠ সাংবাদিককে হারালো।

আ জ ম নাছির মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!