s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

সাড়ে ১১ হাজার ইয়াবা নিয়ে পিবিআই’র এসআই মাসুদ র‌্যাবের জালে ধরা

0

কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. মাসুদ রানাকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭।

রোববার (২৭ জুন) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সোমবার (২৮ জুন) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে গ্রেপ্তারের পর দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে। গ্রেপ্তার এসআই মো. মাসুদ রানা কক্সবাজার পিবিআইয়ে কর্মরত আছেন।

মামলার নথির বরাত দিয়ে ওসি বলেন, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। এসময় গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে এবং ওই এসআইকে গ্রেপ্তার করে র‌্যাবের অভিযান দল। পরে রাতে গাড়ি ও ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর র‌্যাবের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান বাদি হয়ে এসআইর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে কক্সবাজার পিবিআইর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, অভিযুক্ত এসআই কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্তব্যরত। রোববার তিনি একটি মামলার তদন্তের নাম করে অফিস থেকে বের হন। আমরা অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার রেকর্ড ও অন্যান্য তথ্য সদর দপ্তরে পাঠিয়েছি।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm