s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

সুগন্ধা নদীতে চট্টগ্রামের জাহাজে বিস্ফোরণের আগুনে দুজনের মৃত্যু

0

ডিজেল বোঝাই করে চট্টগ্রাম থেকে ঝালকাটিতে যাওয়া পদ্মা কোম্পানির সাগর নন্দিনী-৩ নামে একটি জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগে দুজন মারা গেছেন। এর মধ্যে একজন চট্টগ্রামের বাসিন্দা।

শুক্রবার সকাল ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা ওই জাহাজের ইঞ্জিন রুমের ভেতরে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজনের মধ্যে রিপন চট্টগ্রামের বাসিন্দা। আর কামরুলের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। এ ঘটনায় দগ্ধ ১০ আরও জন ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সুগন্ধা নদীর দক্ষিণ পারে জাহাজটি নোঙর করে রাখা ছিল। শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমের রক্ষণাবেক্ষণ কাজ করার সময় গ্যাসের সৃষ্টি হয়। পরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।

শুক্রবার চট্টগ্রাম থেকে জাহাজটি ঝালকাঠি আসে। জাহাজ থেকে ২ লাখ লিটার পেট্রোল ডিপোতে নামানো হয়। বাকি ডিজেল ডিপোতে নামানোর অপেক্ষায় ছিল। এরই মধ্যে হঠাৎ আগুন লেগে যায়।

ইতিমধ্যে চট্টগ্রামের জাহাজমালিককে খবর দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm