s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

স্ত্রীর সাথে ঝগড়া, অভিমানে কৃষকের আত্মহত্যা পটিয়ায়

0

চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নের দাশ পাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে সমর দাশ (৫০) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত সমর দাশ ধলঘাট ইউনিয়নের দাশপাড়া এলাকার মনোরঞ্জন দাশের পুত্র।

জানা যায়, শুক্রবার (৪ জুন) সকালে তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে’র জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আত্নহত্যাকারী সমর দাশ প্রায় সময় স্ত্রী পুত্রের সাথে ঝগড়া করতেন। তিনি গত বৃহস্পতিবার রাতেও স্ত্রী পুত্রের সাথে ঝগড়া করেন।

এতে তার স্ত্রী পুত্র রাতে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে এলাকার দোকানে চা-নাস্তা পান করে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে আত্নহত্যা করেন। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm