প্রতিদিনই জবাই করা হচ্ছে একটি করে গরু অথবা মহিষ। সন্ধ্যা নামার আগেই তিন হাজার লোকের জন্য তৈরী করা হচ্ছে ইফতার৷ দলীয় নেতাকর্মীরা পিকআপ ভ্যানে করে নগরীর পথে পথে বিলি করছে এসব। সন্ধ্যার পর শুরু হয় আবার সেহেরি রান্নার আয়োজন। রাত গভীর হতেই তৈরী হয়ে যায় সেহেরি। আবারও পথে পথে বিলি করা হচ্ছে এসব।
রমজানের প্রথম দিন থেকেই এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও সেহেরি বিতরণের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।
শুক্রবার (২৩ এপ্রিল) নগরীর বাকলিয়া, জামালখান, সিআরবি, টাইগারপাসসহ বিভিন্ন এলাকায় ৫ হাজার মানুষের মধ্যে বিতরন করা হয় ইফতার সামগ্রী।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের গরীব অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি যে কোনো দূর্যোগে ও সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতেন। তার আর্দশ ও কর্মকান্ড বুকে ধারন করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে চট্টগ্রামের খেটে-খাওয়া মানুষের মাঝে আমরা সেহেরি ও ইফতার বিতরণ করছি আমরা। নেতাকর্মীদের সাথে নিয়ে দৈনিক ৫ থেকে ৬ হাজার মানুষের হাতে আমরা সেহেরি ও ইফতার পৌঁছে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।’
শুক্রবার ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর পশ্চিম ষোলশহর আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুবউদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, মোহাম্মদ তসলিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা নুরুল আজিম রনি, মোহাম্মদ জাহেদ, হোসাইন আহম্মেদ রুবেল, খোরশেদ আলম, শরিফুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ সভাপতি মুনিরুল ইসলাম, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ হাসান তুষার, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন প্রমুখ।
বিশ্বজিৎ

KHUB VALO AKTA KAJ. AMADER NETA BECHE THALEY HOYTO ARO ONEK KICHU VALO DEKHTE PETAM// ROMJANER SHOMOY NETAR ATMA DEKHTE PACHCHEN ONAR LOKEJON VALO KAJGULO KORE JACHCHE// NETAR ATMA SHANTI PACHCHEN//