মহামারি করোনা শনাক্ত কিছুটা কমলেও চট্টগ্রামে আবারও বেড়েছে প্রাণঘাতী করোনার তাণ্ডব। এদিন করোনা কেড়ে নিল আরও ৪ জনের প্রাণ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২০৯ জন এবং উপজেলার ৭০ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৮ হাজার ৭১৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৪৮৬ জন, যাদের ৩৬২ জন নগরের এবং ১২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৪ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এইদিন চট্টগ্রামে ৯টি ল্যাবে ১ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনার জীবাণু পাওয়া যায় ৬৮ জনের দেহে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের বেসরকারি করোনা পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষা করে ২৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৫টি নমুনা পরীক্ষা করে ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, মেডিক্যাল সেন্টারে ২৩টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এদিন কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
উপজেলায় শনাক্ত ৭০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া যায় পটিয়ায়। সেখানে ১২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। এছাড়া মিরসরাইয়ে ৯ জন, রাঙ্গুনিয়ায় ৮ জন, হাটহাজারীতে ৭ জন, বাঁশখালী, সাতকানিয়া ও সীতাকুণ্ডে ৬ জন করে, বোয়ালখালীতে ৫ জন, রাউজান ও ফটিকছড়িতে ৩ জন করে, লোহাগাড়ায় ২ জন এবং সন্দ্বীপে ১ জন করোনা শনাক্ত হয়।
এমএহক

Ekhane civil sergion er dosh ache onek. Uni khali chai e boshe thakte valo bashen mone hoy// Karon jokhon covid19 kome gelo onar uchit chilo jonogoner dor gorai shashtho bodhir punorabriti kora so that manush vule jeto na je covid abar akromon korte pare// Ashole enara jonogoner taka gulo kheye kheye jonogonke roger theke bachachchena//