s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

অক্সিজেনে ধরা কিশোর গ্যাংয়ের ৫ সদস্য

0

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, মোবাইল ফোন ও ডিভাইস উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- মো. পারভেজ (২৩), মো. ইয়াছিন সাম্মি (২৪),মো. আরিফুল মোস্তাফা (২২), রায়হানুল আলম শুভ (২৩) ও হৃদয় ইসলাম রাজু (২৪)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় কিশোর গ্যাং সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় পাঁচ জনকে আটক করি।

আটককৃতদের মধ্যে মো. পারভেজ নোয়াখালী জেলার সুধারাম থানার আটেশপুর এলাকার মৃত হাফিজ উল্লাহ ছেলে, মো. ইয়াছিন সাম্মি বায়েজিদ শেরশাহ কলোনি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে, মো. আরিফুল মোস্তাফা চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার প্রেমাশিয়া এলাকার মো. মহিউদ্দিন ছেলে, রায়হানুল আলম শুভ বায়েজিদ শেরশাহ কলোনির মাহাবুব আলম রিপনের ছেলে এবং হৃদয় ইসলাম রাজু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

নুরুল আবছার আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm