চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আগুনে পুড়ে গেছে ঝুট গুদাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার ইস্পাহানি কলেজের সামনে নূর বেডিং নামে একটি ঝুট গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চান্দগাঁও থানাধীন মোহরা ইস্পাহানি কলেজের সামনে নূর বেডিং নামে একটি ঝুট গুদামে আগুন লাগে।’
‘কিভাবে আগুনের সূত্রপাত হলো, কিংবা প্রতিষ্ঠানের মালিক কে তা আমরা তাৎক্ষণিভাবে জানতে পারিনি। কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানতে পারেননি বলে জানান ফরিদ আহমেদ।
আইএমই/কেএস