আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুল আজিজ (২৪)। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে।

আজিজ কেইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন।

আজিজের বড়ভাই মো. জাহেদুল হক বলেন, শুক্রবার রাতে সে রুমে এসে ঘুমিয়ে পড়ে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চাকরিতে যাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি, তার হাত-পা ঠাণ্ডা, কোনো সাড়াশব্দ নেই৷ দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে আমাদের জানান।

স্থানীয় ইউপি সদস্য ও একই এলাকার বাসিন্দা মো. ইলিয়াস কাঞ্চন রুবেল বলেন, আজিজ অনেক ভালো শিক্ষার্থী এবং ভদ্র ছিল। তার অকাল মৃত্যুর খবরটা শুনে খুব খারাপ লাগলো। ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm